স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর সদর উপজেলার শিরি চালা এলাকায়
ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেড ও এক্সিকিউটি হাই ফ্যাশন কারখানার ঝুট ব্যবসা দখলের উদ্দেশ্যে কারখানার গাড়ি বেশ কিছুদিন যাবত আটকে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে তাদের ব্যবসায়ী কার্যক্রমের বাধা সৃষ্টি করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেড প্রশাসন ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম জানান। ঝুট ব্যবসা দখল করতে স্থানীয় প্রভাবশালী বিএনপি কিছু নেতা আমাদের কারখানার গাড়ি আটকে দেয় এবং নিরাপত্তা কর্মী দেরকে ভয় ভীতি প্রদর্শন করে এতে আমাদের ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি আরো জানান কিছু অপরিচিত ব্যক্তি আমাদের কারখানার গাড়ি আটকে দেয় তাদের কাছে কারণ জানতে চাইলে তারা জানাই আমাদের লিডার পাঠিয়েছে এ কারখানার জোট আমাদের দিতে হবে নইলে কোন গাড়ি বের হতে দেওয়া হবে না। তার মধ্যে কয়েকজন নিজেদের বিনপি নেতাকর্মী হিসেবে পরিচয় দেন। পরিচয় দেওয়া ব্যক্তিদের মধ্যে ডাক্তার রাব্বি, রাজিব হোসেন, জুয়েলের নাম উল্লেখ করেন। একপর্যায়ে ডাক্তার রাব্বি আমাদের সাথে তাদের লিডারের সঙ্গে কথা বলিয়ে দেন।
তখন জানতে পারি তিনি গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। আব্দুর রহিম বলেন আমি আবু বক্কর সিদ্দিককে বলি আপনি যদি সরাসরি আসতেন তাহলে পরিবেশটা এমন বিশৃঙ্খলা হতো না সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যেত
কিন্তু এভাবে লোক পাঠিয়ে আমাদের হয়রানি করা মোটেও সমীচীন নয়। তিনি আরো জানান আবু বক্কর সিদ্দিক বলেন আমাদের অনেক ছেলেপেলে আছে তাদের কিছু দাবি রয়েছে।এ বিষয়ে আশরাফুল নামে একটি ছেলে আপনার সঙ্গে দেখা করবে।
পরে আশরাফুল এসে আমাদের বলে ৫ ডিসেম্বর এর মধ্যে এই ঝুট ব্যবসার বিষয়ে সমাধান করতে হবে পরে আমরা তাকে জানাই আমাদের কারখানা অডিট চলছে।এবং এ ধরনের পরিস্থিতি আমাদের কার্যক্রম ক্ষতিগ্রস্ত করছে আপনারা আপনাদের লিডার কে বলেন তিনি যেন আমাদের কৃতপক্ষে সাথে কথা বলে সমাধান করেন।
কারখানা কৃতপক্ষ ঘটনার বিষয়ে উদ্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করেছে এবং তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এ কর্মকর্তা শিরিরচালা এলাকায় অপর একটি কারখানার নাম এক্সিকিউটিভ হাইফিশন লিমিটেড।
ওই কারখানায় ঝুট বুঝাই গাড়ি এখনো বের করতে দিচ্ছে না বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক। ওই কারখানা কৃতপক্ষ বৈধভাবে আজিজুল নামের এক ব্যক্তিকে ওয়ার্ক অর্ডার দেয়। এ বিষয়ে আজিজুল বলেন আমি বৈধভাবে ওয়ার্ক অর্ডার নিয়ে ব্যবসা করে আসছি। কিন্তু গত ৩-৪ দিন গাড়ি বের করতে বাধা প্রদান করেছে বিএনপি নেতা ও বকর সিদ্দিক। আমি এ বিষয়টির ষষ্ঠ শুরাহার দাবি জানাচ্ছি।
এদিকে স্থানীয়রা জানান এ ধরনের ঘটনা শিল্প কারখানার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে এবং অর্থনৈতিক কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এসব অভিযোগের কথা অস্বীকার করে তিনি বলেন যদি কাউকে বলে থাকে ঝুট দিচ্ছে তাহলে সে নিয়ে যাবে যদি কেউ মালামাল বের করতে বাধা দিয়ে থাকে তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন আমি ছিলাম কিনা। বা আমাকে কেউ দেখছে কিনা। এবং ইভি টেক্স কারখানা থেকে কে ওয়ার্ক অর্ডার পেয়েছে। কারো সাথে আলাপ হয়েছে কিনা।
বা আমি কারো সাথে আলাপ করছি কিনা তাদের জিজ্ঞেস করেন। উল্লেখ্য যে গাজীপুর দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এ ধরনের অর্থনৈতিক কর্মকান্ড শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য নয় । শ্রমিকদের এবং এলাকার পরিবেশের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।