স্টাফ রিপোর্টার, আব্দুল আলীম ইমতিয়াজ: সুনামগঞ্জ
বালু-পাথর মহালে ড্রেজার- বোমা বন্ধ ও মহাল এলাকায় ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা প্রবেশ বন্ধ এবং বালি- পাথর মহালে ইজারা পদ্ধতি বাতিল ও সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবিতে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭) নভেম্বর সকাল এগারোটায় বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছের মিয়া’র সভাপতিত্বে এবং সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
এনডিএফ এর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রত্নাংকুর দাশ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুকেন্দু তালুকদার মিন্টু, ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছদরুল।এছাড়াও বক্তব্য রাখেন, রাখেন, বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ফরিদ মিয়াসহ প্রমুখ।