স্টাফ রিপোর্টার, মো:হিমেল মিয়া, মনোহরদী
২৭ ই নভেম্বর রোজ বুধবার মনোহরদী উপজেলার সাগরদী বাজারে সন্ধ্যায় ইসকন বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন মুসলিম জনতা, সাগরদী বাজারের ব্যবসায়িক ও আলেম সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন প্রতিনিধিবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনোহরদী উপজেলার অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সাগরদী বাজারের কেন্দ্রীয় মসজিদে সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা রফিকুল ইসলাম, হযরত মাওলানা আলামিন, হযরত মাওলানা তারামিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনোহরদী উপজেলা অন্যতম সমন্বয় জাহিদুল ইসলাম আয়াত, ওর সুশীল সমাজে বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন ইসকন বিরোধী কোন কার্যক্রম চলবে না আমাদের দেশে। তারা মুসলমানের শত্রু। তারা সব সময় আমাদের ক্ষতি করতে চায়। তারা ইসলামের শত্রু। ইসকনের চক্রান্ত কখনো সফল হতে দেওয়া যাবে না। এজন্য দল-মত নির্বিশেষে সকল মুসলমান ভাইদের এক হতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে কোন অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। আর এজন্য প্রয়োজন সকল মুসলমানের একতা। চট্টগ্রামে তারা প্রকাশ্য দিবালোকে একজন মুসলমানকে নৃশংসভাবে হত্যা করেছে। ইসকনের সাহস বেড়ে গেছে। এদেরকে প্রতিরোধ করতে হবে। ভারত বিরোধী কোন চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না। মিছিলের পরিসমাপ্তি ঘটে মোনাজাতের মাধ্যমে। মোনাজাত পরিচালনা করেন সাগরদী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম।