নোটিশ:
Welcome To Our Website...

সোনামসজিদ স্থলবন্দরে আলু পেঁয়াজ আসা বন্ধ

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। এলসিও আটকে দিয়েছে ভারত। এ সংবাদ পাওয়া মাত্র দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে আলু পেঁয়াজের দাম।অল্প স্বল্প আলু পেঁয়াজ নিয়ে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।দাম কেজিতে বেড়েছে ১০/১৫ টাকা।আজ বুধবার শিবগঞ্জ উপজেলার কয়েকটি হাটে এইসব খবর পাওয়া গেছে। চৈতন্য পুর হাটে আলু বিক্রেতা গোলাপ আলী বলেন, এলসি বন্ধের খবরে পাইকারী আলু ব্যবসায়ীরা সরবরাহ কমিয়ে দিয়েছে । সাথে সাথে অনান্য তরিতরকারির দামও বৃদ্ধি পাচ্ছে।৭৫ টাকার আলু ৮০ টাকা। পেঁয়াজ ৮০/৯০ টাকা । আগামী বৃহস্পতিবার থেকে আরো দাম বাড়বে বলে জানিয়েছেন আড়ৎদারেরা।
সোনা মসজিদ স্থল বন্দরের সর্ববৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেফতারের পর থেকেই সোনা মসজিদ বন্দরে এ প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কোন ট্রাক প্রবেশ করেনি। বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
এদিকে সোনামসজিদ স্থল বন্দর পোর্ট লিংক লিমিটেডের পোট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, গতকাল সকাল থেকে পেঁয়াজ আলু ভর্তি কোন ট্রাক বন্ধরে প্রবেশ করেনি। তবে আজ দুপুরের পর থেকে আবারো আমদানি শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.