স্টাফ রিপোর্টার, মো : মিনহাজুল ইসলাম মিলন, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি কারক সমিতির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি’র দুটি গ্রুপ একই স্থানে সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রাসন।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকার আদেশ জারি করে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এই পত্রে এই আদেশ জারি করা হয়।
উপজেলা প্রশাসনের জারি করা পত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি কারক সমিতির কমিটি গঠন নিয়ে স্থল বন্দরের একই স্থানে সভা আহবান করে দুটি গ্রুপ। এতে উত্তেজনা বিরাজ করে। যে কোন অনাকাংখিত পরিস্থিতি এড়াতে ভূরুঙ্গামারী উপজেলা জুড়ে ১৪৪ ধারা বলবৎ থাকার কথা জানানো হয়।
এসময় ভূরুঙ্গামারী উপজেলায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশিয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরণের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা তার অধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।