স্টাফ রিপোর্টার, মোঃ কুতুব উদ্দিন, ঢাকা
বাংলাদেশ এক্সট্রা মোহরাব(নকল নবিস) এসেসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবিশ দাবী আদায় পরিষদের উদ্যেগে ২৬ নভেম্বর মংগল বার সকাল ১০ টা থেকে জাতীয় প্রেসক্লাব,১৪ আব্দুল গনি রোডস্থ আইজি আর অফিস ৪৪৬ তেজগাও রেজিষ্ট্রেশন কমপ্লেক্স সহ সারাদেশে সকল অফিস শাখা সমূহে নকল নবিশদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে ৩য় দিনের আমরণ অনশণ কর্মসূচি চলছে।
সাবরেষ্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪য় জন এক্সট্রা মোহরাব /নকল নবীশদের জাতীয়করণের দাবীতেব ১৯৮২ সাল হতে আন্দোলন চলছে,তারই ধারাবাহিকতায় এই দফায় নকল নবীশদের লাগাতার অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে গত
২০ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত টানা ৩৫ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নকল নবীশরা।
বিগত প্রতিটি সরকার কে নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবিতে স্নারকলিপিদেওয়া হয়েছিল,একাধিক বার আশস্থ দিলেও নকল নবিশদের দূর্দশা লাঘব হয়নি। তাই বৈষম্যবিরোধী ছাত্র জনতার গন অভ্যুথানের মাধ্যমে অর্জিত বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশা তাদের এক দফা দাবি।