স্টাফ রিপোর্টার, ইয়াসিন আরাফাত জাবের, রাঙ্গাবালী (পটুয়াখালী)
জুলাই-আগস্টে নিহতদের স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের আন্দোলনে অংশ নেয়া ছাত্র সমন্বয়করা তাদের স্মৃতিচারণ করেন। এরপর শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো গত ১৬ বছরে ফ্যাসিবাদ তাড়ানোর অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে। কিন্তু চব্বিশের মহানায়ক ছাত্র-জনতা স্বৈরাচার হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। স্বৈরাচারের পতন ঘটাতে গিয়ে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন অর্ধ লক্ষ মানুষ।
পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তার অপকর্ম এখনো থেমে নেই। পতিত সরকারের দোসররাও এখনো বিভিন্ন ষড়যন্ত্র করছে। দেশকে স্থিতিশীল রাখতে এ মুহূর্তে ঐক্যের বিকল্প নেই। তারা এখন হিন্দু-মুসলমান দাঙ্গা লাগাতে ইসকন নামে একটি হিন্দুত্ববাদী সংগঠনকে মাঠে নামানোর পরিকল্পনা করছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ এমারত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির হোসেন, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মাহামুদ হাসান রাজিব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুনিম হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহাগ রহমান, সাধারণ সম্পাদক আজিজ মাহামুদ, ইসলামী ছাত্র শিবির সভাপতি আব্দুর রহিম প্রমুখ।