আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার (সিলেট)
ফেনী জেলার পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা কে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
২৭ (নভেম্বর) বুধবার সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার একটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
২১ (নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আফরোজা হাবিব শাপলা সহ মোট ৭জন কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় নিয়োগ/ পদায়ন করা হয়েছে।
তিনি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার পিতা হাবিবুর রহমান ও মাতা রেহানা হাবিবের ৩য় সন্তান। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন।
উল্লেখ্য ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পর ফেনী জেলার পরশুরাম উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করার পর রাজনগর উপজেলায় পদায়ন করা হয়েছে।