মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, স্টাফ রিপোর্টার, ছাতক সুনামগঞ্জ
ছাতক পৌরসভার চরেরবন্দ গ্রামে সেনাবাহিনীর অভিযানে ৮৫ বোতল ভারতীয় মদ, নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব আক্তার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম পৌর শহরের চরেরবন্দ গ্রামের একটি বাড়ি থেকে বিভিন্ন প্রকার ভারতীয় মদ সহ ৩ মাদক কারবারিকে আটক করেন।২৯ নভেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়েছে।
সেনাবাহিনীর হাতে আটক মাদক কারবারিরা হলেন, পৌরসভার চরেরবন্দ গ্রামের হুশমত আলীর ছেলে মো. ইসলাম উদ্দিন(৪০),জমির উদ্দিনের ছেলে মো.নাসির উদ্দিন (৪৭) এবং হাশেম আলীর ছেলে দেলোয়ার হোসেন সায়েদ(৩৫)।
তাদেরকে সেনাবাহিনী মদপানরত অবস্থায় আটক করেন এবং বাড়ি তল্লাসী করে এসি ব্লাক ৪৪ বোতল,অফিসার চয়েজ ৪১ বোতল সহ মোট ৮৫ বোতল মদ এবং নগদ ১ হাজার ১৪০ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।