মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ
এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য “দেশজুড়ে ৮৬”রেজিস্ট্রেশন ক্যাম্পেইন চলছে।
শনিবার ৩০শে নভেম্বর ছিল রাজশাহী বিভাগের আনুষ্ঠানিক রেলস্টেশন উদ্বোধন। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ 1986 স্বপ্নদ্রষ্টা ফাউন্ডার এডমিন কাজি আশরাফুল হক সোহেল ,প্যানেল সেক্রেটারি (কেন্দ্রীয়) মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী বিভাগীয় প্যানেল প্রতিনিধি মোঃ আতাউল্লাহ রুনু,বিশিষ্ট সংগীত শিল্পী মাসুদ রানা ও মাহফুজুল হক। এ ক্যাম পেইন অনুষ্ঠানটি নাটোর স্টেডিয়াম মার্কেটে জেলা সভাপতি হুমায়ুন কবির চমকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এখানে অংশগ্রহণ করেন নাটোর নওগাঁ বগুড়া পাবনা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের বন্ধুরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে অংশগ্রহণ করেন ৮৬ ব্যাচের মডারেটর মোঃ গোলাম জাকারিয়া, অধ্যাপক আবু বাকের মোল্লা ও আব্দুল্লাহ ওহাব।
এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ মূলত একটি বন্ধু সংগঠন। এর বিস্তৃতি এখন দেশের গোন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী। অনলাইন ভিত্তিক এই বন্ধু সংগঠনটির বর্তমান দেশের বিভিন্ন সামাজিক, মানবিক ও পরিবেশ বান্ধব প্রোগ্রাম নিয়ে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে। ইতিপূর্বে “ছিয়াশির সবুজ পরিবেশ আগলে রাখবে বাংলাদেশ”এ স্লোগান কে সামনে নিয়ে ৫ বছর মেয়াদে ১৯৮৬ হাজার বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করেছে। সব মিলিয়ে একটা সুন্দর,সমৃদ্ধ ও শান্তিপূর্ণ, শক্তিশালী রাষ্ট্র দেখতে চাই এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ।