স্টাফ রিপোর্টার, মোঃ হিমেল মিয়া, মনোহরদী
নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর আহম্মদ পুর গ্রামে ডেনমার্ক প্রবাসী আব্দুল্লাহ আল শৈশবের পৃষ্ঠপোষকতায় ও বীর আহম্মদ পুর যুব সমাজের উদ্যোগে ৩ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সাগরদি বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁরিয়া বান্দা ও কাঁচি টান খেলা অনুষ্ঠিত হয়েছে। জনাব আকরাম হোসেন বকুল এর সভাপতিত্বে ও মাহমুদুর রহমান তপন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ মাইন উদ্দিন বাবুল। স্বত্বাধিকারী সাগরদী ব্রিকস ফিল্ড। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোঃ বাকিউল ইসলাম (বাকি)। অধ্যক্ষ মনতলা সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সারোয়ার হোসেন (সুহান)। চৈতি গ্রুপ উত্তরা, ঢাকা। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন বিশিষ্ট সমাজসেবক বীর আহমদপুর, জনাব মোঃ আহসান হাবীব মাস্টার বীর আহম্মদ পুর, জনাব মোঃ মাসুদ পারভেজ বীর আহম্মদ পুর, জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ বীর আহম্মদ পুর, জনাব মোঃ মিজানুর রহমান কিবরিয়া বীর আহম্মদ পুর, জনাব মোঃ হুমায়ুন কবির মানিক বীর আহম্মদ পুর, জনাব মোঃ আহসান হাবীব সবুজ বীর আহম্মদ পুর, জনাব ডাক্তার মোমেন, বীর আহম্মদ পুর জনাব মোঃ রাসেল মিয়া বীর আহমদপুর, জনাব মোঃ তাপস বীর আহমদপুর, জনাব মোঃ শামীম মিয়া বীর আহমদপুর, জনাব মোঃ ইউসুফ মিয়া বীর আহম্মদ পুর, জনাব মোঃ আলামিন বীর আহম্মদ পুর, জনাব মোঃ শাহাবুদ্দিন মেম্বার বীর আহমদপুর, জনাব মোঃ ফোরকান মিয়া সাবেক মেম্বার বীর আহমদপুর, জনাব মোঃ ইদ্রিস আলী বীর আহমদপুর, ও বিভিন্ন এলাকা থেকে স্বাগত দর্শনার্থী বিভিন্ন ইলেকট্রনি ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।