নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
বোরহানউদ্দিন অবৈধভাবে বালু উত্তোলন জরিমানা ড্রেজার বলগেট-জব্দ, ৩ জনের কারাদন্ড ছাগলনাইয়া অফিসার ইনচার্জ এর নেতৃত্বে নিখোঁজের ১৫ দিন পর রেজিয়া খাতুনের লা’শ উদ্ধার তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হলেন সাংবাদিক সম্প্রীতির বন্ধনে গড়ি আপন শেকড় ” নরসিংদীস্হ বাঞ্ছারামপুর এসোসিয়েশন জুলাই ঘোষণাপত্রে সর্বস্তরের মানুষের কথা থাকতে হবে: ভোলায় সারজিস আসামি ধর‌তে গিয়ে পরিবারের হামলায় আহত দুই এএসআই জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ফেনী’র কাজিরবাগ হাজী দোস্ত মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: জসিম উদ্দিন হাতিয়া থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা জিআর সাজা পরোয়ানাভুক্ত ০১ গ্রেফতার সাত বছরের স্মৃতি

জামালগঞ্জে বেহেলী ৮নং ইউপি সদস্য (নরুমুদ্দিন) সফরআলীর বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত

আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার

জামালগঞ্জ উপজেলা বেহেলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার নূরুমুদ্দিনসফর উদ্দিন তার আরও দুই ভাই সহ ৪জনের বিরোধে চাদা বাজির অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগে জানা যায়,
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ৮নংওয়ার্ডের ইসলামপুর গ্রামের আফ্তর আলীর ছেলে রইছ উদ্দিন, ইউপি সদস্য নূরুমুদ্দি সফরআলীসহ আরেক ছেলে শহরআলী, এবং একই গ্রামের মাজুদ মিয়ার ছেলে মনির,গত কয়েকদিন পূর্বে বর্তমান ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড, নূরুমুদ্দিন রুনা বেগমের স্বামীর নিকট নগদ টাকা চাদা দাবী করলে চাদা না দেওয়ায় হুমকি দিয়ে দেখে নেবে বলে চলে যায় রুনা বেগমের স্বামী গত ২৮ নভেম্বর বিএনপির কর্মী সভা থেকে বাড়ীতে যাওয়ার সময় বাগ হাটি ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় পৌছা মাত্রই হঠাৎ পিছন থেকে এসে রইছ উদ্দিনের নির্দশে সফর আলী নূরুমুদ্দিন আমাকে ছুরি হাতে কিল ঘুষি মারতেই আমার স্বামি প্রাণে বজার তাগিদে দৌড় দিয়ে পাশে থাকা হুসনা বেগমের বাড়িতে দৌড়িয়ে উঠে বসত ঘরের ভিতরে ঢুকে মহিলাদের সহযোগিতায় প্রাণে বাচি, হট্টগুলের শব্দ শুনে স্কুলের ছাত্র-ছাত্রী বাহির হলে আমার ছেলে তার পিতা মারপিট করে শুনতে পেয়ে আগাইয়া গেলে আমার পঞ্চম শ্রেনীর মেধাবী ছেলে গলা টিপে হত্যা করার চেষ্টা করে তাই নিরুপায় হয়ে উপজে নির্বাহী কর্মকর্তার নিকট গত রবিবার চাদা বাজদের বিরোধে অভিযোগ দায়ের করি। এব্যাপারে রুনা বেগেমের স্বামী আলআমিনের নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন রইছ উদ্দিনেরনেতৃত্ত্বে কিছুদিন পূর্বে আমার নিকট নগদ টাকা চাদা দাবী করলে না দেওয়া ঘটনা তারিখে আমাকে প্রাণে মারার জন্য প্রস্তুতি নিলে আমাকে কিল ঘুষি মারতেই ছুরা দিয়ে ঘা দিতে পারে নাই,আমি দৌড়াইয়া ইস্কুলে পাশে এক বাড়ীতে উঠে ঘরে লুকিয়ে মহিলাদের সহ যোগিতায় প্রাণে বাচি আমি নিরাপত্তাহিনতায় আছি, প্রশাসনের নিকট এর বিচার চাই ২-৩ দিন যাবৎ ভয়ে বাড়ীতে যাইনা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.