জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মেহেন্দিগঞ্জ বরিশাল
শুক্রবার ৬/১২/২৪ইং স্থানীয় একটি মাদ্রাসা মিলনায়তনে ইকরা ফাউন্ডেশন ও উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে উলানিয়া ইউনিয়নের কিছু সংখ্যক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইকরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ব্যারিস্টার ইমরান আহাম্মেদ ও আদর্শ সমাজ কল্যাণ পরিষদের, সভাপতি জনাব মুজাম্মেল হক তালুকদার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বর্তমান ঢাকা তুরাগ থানার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক ছাত্রনেতা জনাব কামরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আমির মাওলানা, আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, দক্ষিণ গোয়ালভাওর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল খালেক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।