আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় কর্মীদের উৎসব মূখর পদচারনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
৯(ডিসেম্বর) সোমবার সকাল ১১.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত তাহিরপুর উপজেলা সংলগ্ন মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সংগ্রামী আহবায়ক, সাবেক সভাপতি ও সিলেট বিভাগের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিম উদ্দিন আহমদ মিলন ও সঞ্চালনায় করেন সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব এড. নুরুল ইসলাম নুরুল।
প্রধান হিসেবে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন সিদ্দিকী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ ১ আসনের সাবেক এমপি নজির হোসেনের সহধর্মিনী সালমা আক্তার, সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সহ-সাধারণ সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাংগঠনিক সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির (দায়িত্ব প্রাপ্ত সিলেট বিভাগ) আলহাজ্ব আনিসুল হক , জেলা সাবেক সহ-সভাপতি আব্দুল মোতালেব তাহিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী।
বক্তব্য রাখেন জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বক্তারা তাদের বক্তব্য বলেন বাংলাদেশ ৫ ই আগস্টে আমরা গণপত্থানের মাধ্যমে বিজয় এনেছে কিন্তু আমরা পূর্ণাঙ্গ বিজয় এখন পর্যন্ত লাভ করতে পারিনি ।সুতরাং আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের যে বক্তব্য দিয়েছেন আমাদেরকে জনগণের সাথে মিশতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে, জনমত গঠন করতে হবে, যে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের সুফল লাভ করতে পারব।