ক্রাইম রিপোর্টার মোঃ দিদার উদ্দিন হাতিয়া :-হাতিয়া থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা জি আর সাজা পরোয়ানাভুক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার গত ৮ জানুয়ারি ২০২৫ মাননীয় পুলিশ সুপার, জনাব জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয় ও সহকারী পুলিশ সুপার, জনাব আমান উল্যাহ, হাতিয়া সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় হাতিয়া থানার অফিসার ইনচার্জ জনাব একে এম আজমল হুদা এর সার্বিক তত্বাবধায়নে এসআই (নিঃ) মিনহাজুল আবেদিন সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ রিমন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া অদ্য ০৮/০১/২৫ ইং তারিখ সন্ধ্যা ১৯.৩০ ঘটিকার সময় জাহাজমারা এলাকা হতে জিআর-১৬৯/১৩(সাজা) প্রাপ্ত আসামী মোঃ শাহারাজ (৩৩), পিতা-আবদুর রহিম বাদশা,সাং বিরবিরি, ৬নং ওয়ার্ড, কাদিরা সুইচ, জাহাজমারা , থানা- হাতিয়া, জেলা –নোয়াখালীকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী পেনাল কোড ১৮৬০ সনের ৩৯৯/৪০২ ধারায় দোষী সাব্যস্ত হইয়া সর্বমোট ১৭ বছরের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী। গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলার আসামী গ্রেফতারসহ মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।