আনোয়ার হোসেন জুয়েল ক্রাইম রিপোর্টার ফেনী জেলা :-পশ্চিম ছাগলনাইয়ার মৃত হোসেন আহমেদ এর ২য় স্ত্রী রেজিয়া আক্তার ( ৬৫) কে তারেক মেমোরিয়াল হসপিটালের খালে পঁচা গলা লা’শ পাওয়া যায়।ছাগলনাইয়ার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ লা’শ উদ্ধার করেছেন।
লা’শের গায়ে পরিহিত পোষাক দেখে ভিকটিমকে শনাক্ত করে তার স্বজনরা।
সহ পুত্র কবির আহমেদ জানান, ভিকটিম
স্টোক রোগী ছিল। ১৫ দিন পূর্বে মেয়ে রাসেদা আক্তার এর মটুয়া বাসা থেকে হারায় এই মহিলা।
এ বিষয়ে ১৫ দিন পূর্বে মেয়ের জামাই আবুল কালাম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নিখোঁজের জিডি করেছিলেন।