মাইনউদ্দীন হাসান ক্রাইম রিপোর্টার লোহাগড়া উপজেলা –
চট্টগ্রাম লোহাগাডা উপজেলায় শিক্ষক নুরুল ইসলামের ছোঁয়ায় সুনাম করিয়েছেন এলাকাবাসীর কাছে মধ্য কলাউজান মদিনাতুল উলুম মহিলা মাদৃরাসা হেফজখানা ও এতিমখানা পড়াশোনার মান উন্নয়ন ‘এবং পাশাপাশি কোমলমতি ছেলেমেয়েরা ভালো রেজাল্টসহ পড়াশোনার জন্য মনোযোগী রয়েছেন আগের তুলনায় অনেক গুণ শিক্ষকদের প্রশংসায় পঞ্চমুখ পরিবার শিশুদের,
এই মাদ্রাসায় ১২ শিক্ষক রয়ছে এবং মহিলা আর পুরুষ ২০১৭ সালে ৫ ম শ্রেণি নিয়ে শুরু করে এখন ৭ ম শ্রেণি করেছে .দেশ প্রতিদিনের সাক্ষাৎকারে প্রাধান শিক্ষক নুরুল ইসলাম জানান, আল্লাহর রহমত পেলে আমাদের এই মাদৃরাসা আলিম পর্যন্ত করার লক্ষ্য আছে ইনশাআল্লাহ এলাকাবাসী এবং আপনারা দোয়া করবেন।