মোঃ খালেকুল ইসলাম সৈয়দপুর স্টাফ রিপোর্টার :-নীলফামারী জেলার সৈয়দপুর থানার ২ নম্বর কাশিরাম ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অরাজনৈতিক সামাজিক সংগঠন “আমার স্বপ্ন”। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. সাকিব ইসলাম মেরাজের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।
গত সোমবার, ২০ জানুয়ারি, তীব্র শীতে বিপর্যস্ত এলাকাবাসীর মাঝে উষ্ণতা পৌঁছে দিতে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় অনেকেই ঘর থেকে বের হতে পারছিলেন না। এই পরিস্থিতিতে “আমার স্বপ্ন”-এর ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সদস্যরা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সদস্য সাকিব, রবিউল, রাসেদ, আরিফ, নয়মসহ অন্যান্য সদস্যরা। তাদের অক্লান্ত পরিশ্রমে এলাকার অসহায় মানুষরা উষ্ণতার ছোঁয়া পায়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আমার স্বপ্ন” কেন্দ্র কমিটির সদস্য নেহারুল রিয়াজুল, সবুজ, ও হৃদয়। তারা জানান, “আমরা সবসময়ই মানবতার কল্যাণে কাজ করতে চাই। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করার জন্য এ উদ্যোগ গ্রহণ করেছি।”
“আমার স্বপ্ন” এর লক্ষ্য ও উদ্দেশ্য:
“আমার স্বপ্ন” একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো:
1. সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ ও সচেতনতা সৃষ্টি করা।
2. জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সামাজিক বনায়নে ভূমিকা রাখা।
3. তরুণদের প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা করা।
4. শিক্ষার্থীদের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান।
মানবিক সহায়তা প্রদান।
স্লোগান:
সম্প্রীতি সেবায় অনন্য, মানবিকতায় আমার স্বপ্ন।
হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের জন্য এলাকাবাসী সংগঠনটির ভূয়সী প্রশংসা করেছেন। “আমার স্বপ্ন” সংগঠনের এমন উদ্যোগ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা করা যায়।