সাজ্জাদ আলী স্টাফ রিপোর্টার দৌলতপুর কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ ফুটবল একাডেমির উদ্যোগে শুক্রবার(২৪ জানুয়ারী) বিকাল ৪ টায় হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা। সার্বিক পরিচালনায় ছিলেন ক্রীড়া সংগঠক মোন্নাফ মন্ডল।
হোসেনাবাদ ফুটবল একাডেমি আয়োজিত প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচ,
গাজীপুর মহিলা জেলা টিম
বনাম
সিরাজগঞ্জ মহিলা জেলা টিম,
গাজীপুরের টিম পরাজয় হয় ০০, সিরাজগঞ্জ টিম ৬ গোলে বিজয় হোন,
বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাইসাল হোসেন , দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, , সাবেক চেয়ারম্যান দৌলতপুর ইউপি ও সদস্য দৌলতপুর বিএনপি আকবর আলী, হোসেনাবাদ একাডেমির পরিচালক মুন্নাফ,শহিদুল মন্ডল, বাহার, শহিদুল,ওয়াসিম, বজলুর রহমান।