স্টাফ রিপোর্টার, মোহাম্মদ সাইফুল ইসলাম,
কুমিল্লা
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় একটি বিলের পাশের ফসলি জমিতে অজ্ঞাত ২ যুবকের মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা এলাকার কিছু মানুষ ফসলি জমির মাঝে দূর থেকে লাশ দেখতে পায়। এই খবর কিছু সময়ের মধ্যে পুরো এলাকায় জানাজানি হয়। মৃত লাশ দেখতে এলাকার হাজার হাজার মানুষ ভিড় করেন। ওই সময় লাশ দুটির পরিচয় শনাক্ত হয়। একজন স্থানীয় বাসীন্দা মোহাম্মদ মনির হোসেন। জানা গেছে, অন্যজন মোঃ মোহন খাগড়াছড়ি বাড়ি, স্থানীয় সূত্র মতে এরা দুজনেই এলাকার wi-fi ও ডিস লাইনের ওয়ারকার হিসেবে কর্মরত ছিলেন।
পরে ঘটনাস্থলে দেবিদ্বার থানা পুলিশ এসে ঘটনা তদন্ত করেন। এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।