মশিউর রহমান::তাহিরপুর প্রতিনিধি।
প্রায় ১যুগ পর বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, খুবেই অানন্দ মুখি পরিবেশে বাজার কমিঠির সদস্য গন অংশ গ্রহন করেন। ১২২৯ ভোটের মধ্যে ১২০৯ ভোটার উপস্থিতি থাকে। এতে সভাপতি হিসাবে নির্বাচন হন নজরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক পদে হারুনুর রশিদ, সহ-সভাপতি পদে মোখলেছুর রহমান ও কোষাধক্ক্য পদে আব্দুর রউফ ।