মোঃ নুরুচছফা ইসলাম লামা স্টাফ রিপোর্টার বান্দরবান –
বান্দরবানের লামায় অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ৪ টি ইটভাটাকে ১১ লক্ষ টাকা জরিমানা করেছে লামা উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট।
২০ জানুয়ারী সোমবার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের SBW, 5BM, MBI ও DBM নামের ৪ টি অবৈধ ইট ভাটায় অভিযানো হয়। লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয় ও লামা বনবিভাগ এর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
উক্ত মোবাইল কোর্টে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে MBI ব্রিক ফিল্ডকে ২,০০,০০০ লক্ষ, SBW, 5BM ও DBM ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ৩,০০,০০০ লক্ষ করে ৪টি পৃথক মামলায় মোট ১১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করা হয়। এসময় ১৮০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয় এবং পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ।
প্রসঙ্গতঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নিকটবর্তী, যোগাযোগের ভাল ব্যবস্তা, পাহাড়ের মাটি ও বনের কাঠ ও শিশুশ্রমমিক সহজলভ্য হওয়ায় ফাইতংয়ে গড়ে উঠেছে ৩০টির অধিক অবৈধ ব্রিকফিল্ড। প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করে বছরের পর বছর ধরে বহাল তবিয়তে চলে আসছে এই অবৈধ ইটভাটাসমুহ। পাহাড়ের মাটি ও বনের গাছপালা কেটে বিরানভূমি বানিয়েছে সবুজ পাহাড়গুলো। অজ্ঞাত কারণে এই ধ্বংসযজ্ঞকে না দেখার ভান করে ছিল পূর্বে র প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টার কঠোর মনোভাবের কারনে একটু নড়েচড়ে বসেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।