স্টাফ রিপোর্টার: মো: রকিব মিয়া, ওসমানীনগর —
মহানবী (সা:) এর অবমাননার প্রতিবাদে ওসমানীনগরে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন একজন মুমিন বেঁচে থাকতে রাসূল (সা:) এর অপমান সহ্য করা হবেনা,ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার বাদ আসর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল আয়োজন করে৷ মিছিলটি গোয়ালাবাজারস্থ করনশী রোড থেকে বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন: রাসূল (সা:) এর প্রতি বিশ্বাস এবং ভালোবাসা আমাদের ঈমান। আমাদের পরকালীন মুক্তির উপায়। প্রত্যেক মুসলমান তার জীবনের চাইতে প্রিয় নবী (সা:) কে ভালোবাসে৷তাঁর জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করেনা৷ কাজেই রাসূল (সা:) এর অপমান মুসলমানদের ঈমানের উপর আঘাত আনার শামিল৷ বক্তারা আরো বলেন: ভারতের বিজেপি সরকার ভোটের সময় এলেই ক্ষমতা পাকাপোক্ত করতে মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে দেয়। যাতে সাধারণ হিন্দুদের ভোটগুলো সহজে ভাগিয়ে নেওয়া যায়। এবারও তারা একই কাজ করেছে। আমাদের প্রাণের প্রিয় রাসূল (সা:) কে কটুক্তি করেছে। কিন্তু তারা জানেনা একজন মুসলমান বেঁচে থাকতে রাসূল (সা:) এর অপমান সহ্য করা হবেনা।
ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি আব্দুল তোয়াহিদ তুহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাফি এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওঃ এম এ রব, ওসমানীনগর উপজেলা আল-ইসলার সাধারণ সম্পাদক মাও:আব্দুল মতিন গজনবী, তালামীযে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক হাফিজ তৌরিছ আলী, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি মাহবুব খাঁন। উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলার সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, ওসমানীনগর উপজেলা আল-ইসলাহর অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ,খাদিমপুর মাদ্রাসার সহ সুপার কবির আহমদ,লতিফিয়া হিফযুল কোরআন একাডেমির শিক্ষক মাও: সুহেদ আহমদ,ওসমানীনগর উপজেলা তালামীযের সহ সভাপতি জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।