মোঃ সৈকত জামান(প্রিন্স) ফুলছড়ি প্রতিনিধি:
ভারতে বিজেপি বিধায়ক কর্তৃক ইসলাম ও মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদ, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ফুলছড়িতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলছড়ি উপজেলা শাখার আয়োজনে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার বিকেলে থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোঃ সায়েম সেক্রেটারি ইসলামী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার, সঞ্চালনায়:
হাফেজ মোঃ আবুল কালাম আজাদ এম.এ (কামিল): সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফুলছড়ি থানা শাখার সভাপতিত্বে :সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ সভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশে গাইবান্ধা জেলা শাখা, সমাবেশে প্রধান মেহমান:হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আল আমিন বিন হুসাইন সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা। সমাবেশে প্রধান বক্তা: হিসেবে বক্তব্য রাখেন শাহাজ উদ্দিন রিয়াদসভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন, গাইবান্ধা জেলা শাখা।
উক্ত গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:হাফেজ মাওলানা শাহিন সরকার সভাপতি , ইসলামী যুব আন্দোলন ফুলছড়ি উপজেলা শাখা, মেঃ হারুন-অর-রশিদ সেক্রেটারি ইসলামী যুব আন্দোলন ফুলছড়ি উপজেলা শাখা,হাফেজ বেলাল হোসাইন সভাপতি,ইসলামী ছাত্র আন্দোলন ফুলছড়ি উপজেলা শাখা,
মো:মাহফুজ সরকার রাকিব সাধরণ-সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন ফুলছড়ি উপজেলা শাখা,হাফেজ মাওলানা বেলাল হোসাইন সভাপতি, মুজাহিদ কমিটি ফুলছড়ি উপজেলা শখা,হাফেজ মোঃ আবদুর রাজ্জাক সাধারণ-সম্পাদক মুজাহিদ কমিটি ফুলছড়ি উপজেলা শাখা।
সমাবেশে ইসলামী আন্দোলনের ফুলছড়ি উপজেলার সাত ইউনিয়নের সভাপতি সেক্রেটার প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত গণ-সমাবেশে দেশবাসীকে উদ্দেশ্য করে ইসলামিক আন্দোলনের বক্তারা বলেন আপনারা দলে দলে যোগদান করে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, নেতা নয় নীতি চাই-পীর সাহেব চরমোনাই। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। যোগ্য নেতা পাইছি ভাই-পীর সাহেব চরমোনাই। গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষে জনাব মোঃ আব্দুল মান্নান (বিএসসি) সেক্রেটারী ইসলামী অন্দোলন ফুলছড়ি উপজেলা শাখা গাইবান্ধা।